নানামাত্রিক উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট গ্রাহকদের সম্পৃক্ততাকে নিশ্চিত করে সব সময়। তেমনই একটি আয়োজন ‘আড়ং ডেইরি ইয়োগ-আর্ট ২.০ প্রতিযোগিতা’, যেখানে গ্রাহকদের সুযোগ ছিল আড়ং ইয়োগ–আর্ট টাবের আকৃতির আর্ট–পেপারের ওপর চিত্রকর্ম এঁকে লাখ টাকা জেতার সুযোগ।
বৃহস্পতিবার (২৯ মে) এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আড়ং ডেইরির সিনিয়র মার্কেটিং ম্যানেজার ও টিম লিড রেজওয়ানুল ইসলাম, বিক্রয় বিভাগের প্রধান মেহেদী হাসান, সিনিয়র ম্যানেজার (কিউএ) মো. ইব্রাহিম হোসেন, প্রোডাকশন ম্যানেজার মো. কামরুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে গত বছরের (২০২৪) ১৮ ডিসেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতাটি সমাপ্ত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। aarongdairyyoghart.pro ওয়েবসাইটে পাঁচ হাজারেরও বেশি চিত্রকর্ম জমা পড়ে।
জমাকৃত চিত্রকর্ম থেকে কয়েক ধাপে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হন ১০ জন বিজয়ী। তাঁদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী নওগাঁর সোয়ায়েব আহমেদ ১ লাখ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ঢাকার তামজিদা বিনতে মোস্তাফিজ ও নরসিংদীর মিরাজুল ইসলাম পান যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা।
বাকি সাতজন বিজয়ী হলেন ঝালকাঠির নবলীনা দাস, ঢাকার শাহরিয়ার নাফি, ফারহানা ইসলাম জিদনী, নওশীন নাওয়াল ও মো. রায়হান আহমেদ তামিম, নোয়াখালীর সামিয়ান আলম মিলি এবং খুলনার নাঈমা আফরিন প্রত্যাশা। তাঁদের প্রত্যেকে পান ১০ হাজার টাকা। এ ছাড়া বিজয়ী সবার জন্য ছিল উপহার ব্যাগ ও সনদপত্র।
প্রতিযোগিতায় জমাকৃত চিত্রকর্মের বিচারকার্যের সঙ্গে যুক্ত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী অশোক কর্মকার, মোহাম্মদ হাবিবুল্লা ও তানভীর মালেক।
আড়ং ডেইরি ইয়োগ-আর্ট ২.০ আয়োজনটির পরবর্তী ধাপ হিসেবে শীর্ষ ১০টি চিত্রকর্ম স্থান পাবে আড়ং ডেইরির দইয়ের টাবে। এ ছাড়া নির্বাচিত চিত্রকর্মগুলো বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রদর্শিত হবে।