আওয়ামী লীগের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় হেফাজতের প্রতিবাদ

মাদ্রাসাছাত্র রেজাউল করিম
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম (২১) নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। নিহতের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, রেজাউল যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ছাত্র। অসুস্থ অবস্থায় বোনের বাড়ি থেকে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

আরও পড়ুন

গত শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হন পথচারী হাফেজ রেজাউল করিম। তাঁর বাড়ি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে। তাঁর বাবা আবদুস সাত্তার একজন বর্গাচাষি।

আরও পড়ুন