অনেক কটাক্ষ হয়েছে, জবাব না দিয়ে কাজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়: জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারি মোকাবিলা নিয়ে কোনো সমালোচনা গায়ে মাখেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ কোভিড জয় করতে পেরেছে। এই জয়ে সম্মুখসারির যোদ্ধা ছিলেন চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিড–১৯ মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের সম্মানে ‘দৃঢ়প্রত্যয়ে আগামীর পথে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আর্থিক সহযোগিতা করে একটি আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান।

স্বাস্থ্য খাতের বিভিন্ন ধরনের উন্নতির তথ্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফল হয়েছে। এ জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ প্রচুর পরিমাণে টিকা সংগ্রহ করতে পেরেছে। এবং সফলভাবে দেশের মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মহামারি বিষয়ে কারও কোনো ধারণা ছিল না। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক সমালোচনা করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। এসব সমালোচনার জবাব না দিয়ে মন্ত্রণালয় কাজ করে গেছে। মন্ত্রণালয়ের সব কাজে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ছিল।

অনুষ্ঠানে একাধিক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, একাধিক সচিব, একাধিক মহাপরিচালক, বিভিন্ন জেলার সিভিল সার্জন, সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা, দেশি ও বিদেশি এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, বাংলাদেশ কীভাবে সফল হয়েছে, যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে একজন বাঙালি চিকিৎসকের এমন প্রশ্নের উত্তরে তিনি (অধ্যাপক আবদুল্লাহ) বলেছিলেন, ‘আল্লাহ আমাদের বাঁচিয়েছে।’

আজকের অনুষ্ঠানটির আয়োজন করা হয় মূলত কোভিড মোকাবিলায় বাংলাদেশের সফলতাকে উদ্‌যাপন করার জন্য। আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।