সুপ্রিম কোর্টে যৌন হয়রানি রোধে কমিটি পুনর্গঠন

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

সুপ্রিম কোর্টে যৌন হয়রানি–সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ দিতে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক স্মারকে আজ বুধবার কমিটি পুনর্গঠনের তথ্য জানা গেছে।

পুনর্গঠিত কমিটির সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ও ফারজানা রহমান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা স্মারক অনুযায়ী, রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে সুপ্রিম কোর্টে যৌন হয়রানি–সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে।

হাইকোর্টের দেওয়া ওই রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠনসহ কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়। এরপর ২০২১ সালের নভেম্বর প্রথমবারের মতো পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।