বিশ্বকাপ উপলক্ষে আইএসইউর কুইজ প্রতিযোগিতা

বুধবার কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘আইএসইউ ওয়ার্ল্ড কাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। বুধবার রাজধানীর মহাখালীতে প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন উপাচার্য আবদুল আউয়াল।

লোগো উন্মোচনের সময় বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে একাদশ-দ্বাদশ শ্রেণির তিন শিক্ষার্থীর সমন্বয়ে দল গঠন করা হবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্সআপ দল যথাক্রমে ৩০ ও ১৫ হাজার টাকা পাবে। টুর্নামেন্ট–সেরা পাবেন ১০ হাজার টাকা।

নিবন্ধন করতে হলে এই ঠিকানায় অথবা ০১৩১৩০৩৭১৩৫ ও ০১৩১৩৪০০ ৬০০-এ কল করতে হবে। বুধবার শুরু করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে।