কম দামে অসুস্থ গরু কিনে মাংস বিক্রি, জব্দ করে পুড়িয়ে দিল প্রশাসন

কুড়িগ্রাম জেলার ম্যাপ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রাণিসম্পদ চিকিৎসকদের প্রত্যয়নপত্র ছাড়াই লাম্পিং স্কিন ভাইরাসে আক্রান্ত অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রশাসন মাংস জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। গতকাল সোমবার বিকেলের দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের ভাষ্য, টাপুরচর বাজারের স্থানীয় মাংস বিক্রেতা শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে ঘুরে কম দামে লাম্পিং স্কিন ভাইরাসে আক্রান্ত গরু কিনে জবাই করে বাজারে মাংস বিক্রি করছিলেন। গতকালও তিনি এ কাজ করেন। স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে এ খবর জানান।

পরে প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম হাবিবুর রহমান ও বন্দবেড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা রজব আলী ঘটনাস্থলে যান। এ সময় প্রায় ৩৫ কেজি পচা মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম হাবিবুর রহমান বলেন, ওই মাংস বিক্রেতাকে সতর্ক করা হয়েছে, যাতে তিনি এ রকম কাজ আর না করেন।

মাংস বিক্রেতা শহিদুল ইসলামের নামে পরে এ ধরনের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান।