সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভারে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কুয়া খননের সময় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন রংপুরের কোতোয়ালি থানার আবদুল সামাদের ছেলে আনিসুল হক (৩৬) ও ভোলার দৌলতখান থানার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা উভয়েই সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন শ্রমিক আনিসুল। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়াশব্দ না পাওয়া যাওয়ায় সাইফুল ওই সেপটিক ট্যাংকের নিচে নামেন। এরপর দুই শ্রমিকের কোনো সাড়াশব্দ না পেয়ে সাভারের চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই দুই নির্মাণশ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দুই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লামিমা লিমা বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে আনিসুল হক ও সাইফুলকে হাসপাতালে আনা হয়। আমরা তাঁদের দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি।’