গাজীপুর-৪: আলমের প্রার্থিতার বিরুদ্ধে সিমিনের আবেদনের ওপর শুনানি ২ জানুয়ারি

হাইকোর্টফাইল ছবি

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২ জানুয়ারী দিন নির্ধারণ করা হয়েছে।

চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বুধবার এ আদেশ দেন। আদালত বলেছেন, সেদিন আবেদনটি কার্যতালিকার শীর্ষে থাকবে।

ঋণ খেলাপের অভিযোগে আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তিনি আপিল করেন, যা ১৩ ডিসেম্বর খারিজ হয়। এর বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আলম। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন আলম, যা ১৯ ডিসেম্বর চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এর ফলে তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে।

যে আবেদনের পরিপ্রেক্ষিতে আলমের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে, তাতে পক্ষভুক্ত হতে এবং ১৯ ডিসেম্বরের আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন সিমিন হোসেন। আদালত তাঁর পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর। আলমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও আইনজীবী মনিরুজ্জামান আসাদ।

পরে আইনজীবী মনিরুজ্জামান আসাদ প্রথম আলোকে বলেন, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দ দিতে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন, তা প্রত্যাহার চেয়ে সিমিন হোসেন আবেদন করেন। আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে আলমকে নিয়মিত লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে বলেছেন আদালত। এ অবস্থায় ঈগল প্রতীক নিয়ে আলমের নির্বাচনী কার্যক্রম চালাতে আইনগত কোনো বাধা নেই।