সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজ গুলশানের অ্যাপার্টমেন্টের দাম ও মালিকানা নিয়ে প্রথম আলোর প্রতিবেদন ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। র‌্যাব হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪০) মারা যাওয়ার ঘটনাটি নিয়ে এখন জোরেশোরে আলোচনা হচ্ছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ। যানজটে নাকাল হচ্ছেন রাজধানীবাসী। আজ এ নিয়েও প্রতিবেদন আছে। এ ছাড়া আন্তর্জাতিক, বিনোদন ও ক্রীড়া বিভাগের নানা সংবাদ তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোতে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গুলশানে এত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন কারা

গত ১৩ বছরে রাজধানীর অন্য যে কোনো এলাকার চেয়ে সবচেয়ে বেশি অ্যাপার্টমেন্ট নির্মিত হয়েছে গুলশানে। এসব অ্যাপার্টমেন্টের অধিকাংশ বিলাসবহুল
ফাইল ছবি: প্রথম আলো

২০১০ থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত গত ১৩ বছরে রাজধানীর বিভিন্ন এলাকায় ১ লাখ ৩৪ হাজার ৫০০ অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ১৭ শতাংশ বা ২২ হাজার ৮৭৬টি অ্যাপার্টমেন্ট নির্মিত হয়েছে গুলশানে। বিস্তারিত পড়ুন...

জেসমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা নিয়ে যা বলছেন স্বজন-সহকর্মীরা

সুলতানা জেসমিন
ছবি: সংগৃহীত

‘এখানে দায়িত্ব নেওয়ার পর থেকেই জেসমিনকে একজন ভালো সহকর্মী হিসেবে পেয়েছি। অতীতেও তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কোনো অভিযোগ আমার জানামতে হয়নি। জেসমিন শান্তশিষ্ট মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় অবাকই হয়েছি।’ বিস্তারিত পড়ুন...

রাজধানীতে তীব্র যানজট, তিন কারণ জানাল ট্রাফিক পুলিশ

গতকাল সোমবার বিকেলে অফিস ছুটির পর নগরীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। মহাখালীর সেতু ভবন এলাকা থেকে তোলা
ছবি: শুভ্র কান্তি দাশ

মুনিবুর রহমান বলেন, রমজান মাসে অফিসের সময় কমে যাওয়ায় পুরো ১২ ঘণ্টার চাপ এখন ৮ ঘণ্টায় ঠেকেছে। সংগত কারণেই যানজট বেড়ে গেছে। এর পাশাপাশি রাজধানীতে বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। এতে যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিস্তারিত পড়ুন...

মামুনুর রশীদের মন্তব্য নিয়ে যা বললেন হিরো আলম

গতকাল রাত আটটার দিকে প্রথমে তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘গত রোববার একটি সাক্ষাৎকারে দেশের স্বনামধন্য নাট্যজন শ্রদ্ধেয় মামুনুর রশীদ স্যার আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। আমি অতিক্ষুদ্র মানুষ। সততা ও সৎ সাহসই আমার একমাত্র সম্বল। মামুনুর রশীদ স্যারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে লাইভে কিছু কথা বলব। বিস্তারিত পড়ুন...

বৃষ্টি কি শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ করে দিল

ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ড–শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে
ছবি : এএফপি

লড়াইয়ে শ্রীলঙ্কা একটু যেন পিছিয়ে পড়ল আজ। লঙ্কানদের আশায় কিছুটা হলেও জল ঢেলে দিয়েছে বৃষ্টি। ক্রাইস্টচার্চে আজ টানা বর্ষণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। সকাল থেকে বৃষ্টি না থামায় হ্যাগলি ওভালে কোনো বল মাঠে গড়ায়নি, এমনকি টসও হয়নি। বিস্তারিত পড়ুন...