এক বছরের সাজা এড়াতে ৮ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে প্রতারণা, চেক প্রতারণ ও অর্থ আত্মসাতের পৃথক ঘটনায় করা দুটি মামলায় ১ বছর ১৫ দিনের সাজা পেয়েছিলেন হাবিবুর রহমান (৪৮)। সেই সাজা থেকে বাঁচতে নাম-পরিচয় গোপন করে আট বছর ধরে পালিয়ে ছিলেন তিনি। গতকাল সোমবার রাতে উপজেলার সফরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
হাবিবুর রহমান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর এলাকার সিদ্দিক আহমেদের ছেলে।
থানা-পুলিশ জানায়, ২০১৬ সালের চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমানের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন আদালতে পৃথক দুটি মামলা হয়। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দুই সপ্তাহ কারাভোগের পর জামিনে বের হয়ে তিনি আত্মগোপনে চলে যান।
সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত তাঁর অনুপস্থিতিতে একটি মামলায় ১ বছর ও অপর মামলায় ১৫ দিনের কারাদণ্ড দেন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে রাতে বাড়িতে এসে আবার ভোর হওয়ার আগে চলে যেতেন হাবিবুর। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সফরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তাঁর বিরুদ্ধে একই অভিযোগে ফেনী আদালতে আরও চারটি মামলা বিচারাধীন। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হবে।