ঢাকায় কেন হঠাৎ বৃষ্টি

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি। রাজধানীর দৈনিক বাংলা মোড় এলাকা। ১৬ এপ্রিলছবি: প্রথম আলো

রাজধানীসহ সারা দেশে আজ মঙ্গলবার সকাল থেকে বেশ গরম অনুভূত হচ্ছিল। আজ বেলা তিনটার আগপর্যন্ত রাজধানীতে যে তাপমাত্রা ছিল, তা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। আর দেশের মধ্যে চুয়াডাঙ্গায় আজ চলতি বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর দুপুরের দিকেও বলেছিল, আজ বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তারপরও বেলা তিনটার পর রাজধানীর আকাশে মেঘ জমে। এরপর ঝোড়ো হাওয়া আর সঙ্গে বৃষ্টি। বৃষ্টি হয়েছে ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায়ও। রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কেন হঠাৎ এই বৃষ্টি, সেই কারণ অবশ্য ব্যাখ্যা করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ বিকেল ৪টার দিকে প্রথম আলোকে বলেন, আজ সত্যিকার অর্থেই বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিল। কিছু মেঘমালা ময়মনসিংহের দিক থেকে সিলেটে চলে যাওয়ার পূর্বাভাস মিলেছিল। কিন্তু বৃষ্টি হয়ে গেল ঢাকায়।

বৃষ্টির কারণ প্রসঙ্গে মোহাম্মদ বজলুর রশিদ বলছিলেন, ‘ঢাকা স্থানীয়ভাবে একটি মেঘমালা সৃষ্টি হয়েছে। এই সময়ে এটা অনেক জায়গায় হয়ে থাকে। এটা দ্রুতই হয়, তাই এর পূর্বাভাস দেওয়া বেশ কঠিন। আমাদের যেসব মডেল ছিল, সেগুলোতেও এটা ধরা পড়ছিল না।’

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি রাজধানীতে চলতি বছরের সর্বোচ্চ।

রাজধানীর বৃষ্টির কারণে আজ রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। তিনি বলেন, রাতের তাপমাত্রাটা মোটামুটি সহনীয় থাকবে। কিন্তু আগামীকাল বৃষ্টি না হলে তাপমাত্রা আবার বাড়তে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। ঈদের তিন দিন আগে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছিল। এর পর থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। আজ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।