গাজীপুরে দগ্ধ আরেকজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে দগ্ধ আরও একজন মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম কমলা খাতুন (৬৫)। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় মোট ১৪ জন মারা গেলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, কমলা খাতুনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

কমলা খাতুনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। তিনি কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় থাকতেন।

আগুনের এই ঘটনায় কমলা খাতুনের নাতি লালনও (২৪) দগ্ধ হন। তিনিসহ এখন ১৪ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম প্রথম আলাকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আটজনের অবস্থা সংকটাপন্ন। অন্য ছয়জনও শঙ্কামুক্ত নন।

গ্যাসে আগুন লেগে মোট ৩৬ জনের দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায়। তাঁদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী জমি ভাড়া নিয়ে কলোনি তৈরি করে ঘর ভাড়া দিয়েছেন। ওই বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের একটি দোকান থেকে তিনি একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। সেই সিলিন্ডার লাগানোর সময় চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশুদের শরীরে আগুন লেগে যায়।