ম্যাচ রেফারির বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের মামলা

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান ওরফে চিনুর বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার এই মামলা করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২০ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রকিবুল হাসানের আইনজীবী আল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আরজিতে রকিবুল হাসান দাবি করেছেন, ১৪ আগস্ট ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান তাঁর (রকিবুল হাসান) সম্পর্কে মিথ্যা, আপত্তিকর, মানহানিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেন।

অভিযোগ সম্পর্কে শওকাতুর রহমান প্রথম আলোকে বলেন, অন্য একজন ব্যক্তি রকিবুল হাসানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি একটি মন্তব্য করেন। মন্তব্যটি করা ঠিক হয়নি মনে করে ফেসবুকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে যেহেতু মামলা হয়েছে, বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন।