পদবি পরিবর্তনের দাবি আরইবি কর্মকর্তাদের

সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে কাজ পরিচালনা করে সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। আরইবির প্রতিটি সমিতির প্রধান কর্মকর্তা হলেন মহাব্যবস্থাপক (জিএম)। এরপর আছেন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। নিজেদের এসব পদ-পদবির নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন দেড় হাজার কর্মকর্তা।

পদ পরিবর্তনের জন্য আরইবি চেয়ারম্যানের কাছে দাবি জানিয়ে আজ রোববার জেলা সমিতির জিএমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন কর্মকর্তারা। বিদ্যুৎ খাতের অন্যান্য সংস্থার কর্মকর্তাদের পদের সঙ্গে মিল রেখে পদবি পরিবর্তনের দাবি জানান তাঁরা। তবে কোনো কোনো সমিতির জিএম এই স্মারকলিপি জমা নেননি বলে জানা গেছে।

স্মারকলিপিতে বলা হয়, সারা দেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রকতে ৪০ হাজার কর্মী কাজ করছেন। জেলা-উপজেলা পর্যায়ের অন্য সরকারি দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে হয় তাঁদের। সরকারি এমনকি বিদ্যুৎ বিভাগের অন্যান্য দপ্তরেও এজিএম, ডিজিএম, জিএম পদ নেই। এ কারণে প্রশাসনিকভাবে দাপ্তরিক কাজে অনেক জটিলতা তৈরি হয়। এ ছাড়া এজিএম, ডিজিএম, জিএম পদের পদমর্যাদা স্পষ্ট না থাকায় কর্মক্ষেত্রে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিনিয়ত হেয়প্রতিপন্ন হচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই তাঁরা পদবি পরিবর্তন করে পদমর্যাদা নির্ধারণের দাবি জানিয়েছেন।

তাঁদের দাবি, জিএম পদটিকে পরিচালক/তত্ত্বাবধায়ক প্রকৌশলীতে পরিবর্তন করে চতুর্থ গ্রেড বা সমমান করা করা হোক। বর্তমান পদ এজিএম থেকে সহকারী পরিচালক/সহকারী প্রকৌশলী করে নবম গ্রেডের সমমান করা হোক। ডিজিএম থেকে উপপরিচালক/নির্বাহী প্রকৌশলী করে ষষ্ঠ গ্রেড বা সমমান করা হোক। তাঁদের দাবি, সরকারের অন্য দপ্তরের মতো নিয়ম মেনে পদোন্নতি হোক পল্লী বিদ্যুতেও।