বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কারাগারে

আলতাফ হোসেন চৌধুরী
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী আজ রোববার এই আদেশ দেন।

আজ সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আলতাফ হোসেন চৌধুরীর  আইনজীবী তাহেরুল ইসলাম জানান,  গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার মামলায় তাঁকে পরে গ্রেপ্তার দেখানো হয়।

আলতাফ হোসেন চৌধুরীকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবীরা আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেন, তাঁর মক্কেল অসুস্থ। বয়স ৮২ বছর। রাজনৈতিক কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁকে এমন একটি মামলায় আসামি করা হয়েছে।

উভয় পক্ষের শুনানি নিয়ে বিএনপি নেতা আলতাফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবাহিনীর প্রধান ছিলেন।

আরও পড়ুন

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা  বিভিন্ন মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,  ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।