আমির হোসেন আমুর খালাতো ভাই খন্দকার রাহাত গ্রেপ্তার

আওয়ামী লীগের নেতা খন্দকার রাহাত হোসেনছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খন্দকার রাহাত সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সমন্বয়ক।