বৃষ্টি শেষে বইমেলায় প্রাণস্পন্দন

বইমেলা থেকে নতুন কেনা বই নেড়েচেড়ে দেখছেন মা-মেয়ে। ঢাকার সাভার থেকে অমর একুশে বইমেলায় এসেছেন তাঁরা। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানেছবি: শুভ্র কান্তি দাশ

অমর একুশের বইমেলা শেষের দিনগুলোতে এসে পড়ল বৃষ্টির কবলে। দুই দিন থেকেই রাজধানীতে খানিকটা করে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার হলো বিকেলে। আর গতকাল শুক্রবার বৃষ্টিতে ভিজল সকাল। বর্ষণ সব এলাকায় সমান নয়। কোথাও ছিটেফোঁটা, কোথাও মুষলধারে। শাহবাগ এলাকায় বৃষ্টি নেমেছিল প্রবল বেগেই। ফলে ছুটির দিনের সকালে বইমেলার পরিবেশ যেমন হয়ে থাকে, গতকাল তা হয়নি। তবে সকাল বৃষ্টিতে ভেসে গেলেও বিকেলে মেলায় ফিরল প্রাণস্পন্দন।

বৃষ্টিতে ভেসে গেল সকাল

চন্দ্রাবতী একাডেমির প্রকাশক কামরুজ্জামান কাজল বলেন, বৃষ্টির বিড়ম্বনায় মেলার শেষ শুক্রবার সকালের শিশু প্রহরের বিক্রিটা এবার হলো না। চন্দ্রাবতী একাডেমি মূলত শিশুতোষ বই প্রকাশ করে থাকে। মানসম্মত বইয়ের জন্য তাদের একটা নির্দিষ্ট পাঠকগোষ্ঠীও রয়েছে। এবার মেলায় তারা বেশ কিছু নতুন বই এনেছে। এর মধ্যে আছে লুৎফর রহমান রিটনের ছড়া খরগোশটা গিটার বাজায়, আনজীর লিটনের কিশোর উপন্যাস স্টেশনের নাম প্রজাপতি, রোমেন রায়হানের ছড়া বাঘ বলেছে খাব খাব, হামিদ মেহরাবের শিশুতোষ গল্প চড়াই পাখির বড়াই। কামরুজ্জামান বললেন, শিশুতোষ বই ভালোই চলে। তবে সকালটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিক্রিবাট্টা হলো না তেমন।

কামরুজ্জামান বলেন, শিশুতোষ বই নিয়ে তুঘলকি কাজকর্ম চলছে। অধিকাংশ বই মানহীন। বানান ভুল। একই বই প্রচ্ছদ বদলে, ভেতরের সূচি এদিক-ওদিক করে একাধিক প্রকাশনী ছাপিয়ে মেলায় আনছে। রঙিন ছাপা, ঝকমকে প্রচ্ছদ দেখে শিশুরা এসব বই কিনে ভুল শিক্ষা পাচ্ছে।

বৃষ্টিতে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মাঠের বেশি ভাগ জায়গায় পানি জমে যায়। পানিনিষ্কাশনের তেমন ব্যবস্থাই এবার করা হয়নি। ফলে সকালের বৃষ্টির পানি সন্ধ্যা পেরিয়ে গেলেও জমে ছিল অনেক স্টলের সামনে, চলাচলের পথে। আকাশ ভালো থাকায় বিকেল থেকে মেলায় লোকসমাগম হয়েছিল প্রচুর। মাঠে কাদাপানি জমে থাকায় চলাচলে তাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে টিএসসির সামনের প্রবেশপথের অনেকটা জায়গাজুড়ে দুই দিন থেকে পানি জমে আছে। অনেকের পক্ষেই সেই কাদাপানি পুরোপুরি এড়িয়ে মেলায় প্রবেশ করা সম্ভব হয়নি।

অনুষ্ঠান

গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার মূলমঞ্চে অনুষ্ঠান ছিল সকাল-বিকেল দুই পর্বে। সকালে ছিল একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী। বিকেলে ছিল ‘কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস’ শীর্ষক আলোচনা। অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কথাশিল্পী ওয়াসি আহমেদ ও কবি জাফর আহমদ রাশেদ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

নতুন বই

ছুটির দিনে নতুন বইয়ের প্রকাশনা বেড়েছে। তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে, নতুন বই এসেছে ১৯৭টি। বিকেলে প্রথমার প্যাভিলিয়নে দেখা গেল ছুটির দিনের প্রত্যাশিত উপচে পড়া ভিড়। ব্যবস্থাপক জাকির হোসেন জানালেন, সকালটা ছুটির দিনের মতো ছিল না, তবে বিকেলটা ভালো কাটছে। এদিনে মতিউর রহমান সম্পাদিত প্রিয় আনিসুজ্জামান: তাঁকে ও তাঁর লেখা চিঠিপত্র, সোহরাব হাসানের শহীদ মতিউরের নোট খাতা, গওহার নঈম ওয়ারা সংকলিত ও সম্পাদিত স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন, মালেকা বেগমের ইলা মিত্র: নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী, সুমন্ত আসলামের কিশোর অ্যাডভেঞ্চার পাঁচজন দুষ্টু ছেলে, নর্মদা মিথুনের কবিতা দূরের বরফদেশ বেশ ভালো চলেছে।

অন্যান্য বইয়ের মধ্যে সময় এনেছে মুনতাসীর মামুনের প্রবন্ধ কী চেয়েছিলেন বঙ্গবন্ধু, অ্যাডর্ন এনেছে জয়নাল হোসেনের লেখা জীবনীগ্রন্থ দ্রাবিড় আন্দোলনের জনক ও তামিল ভাষাসংগ্রামী পেরিয়ার ই ভি রামাস্বামী, ইউপিএল এনেছে এম ইদ্রিস আলীর ইসরায়েলের আরব জনগোষ্ঠী: বঞ্চনা ও প্রান্তিকতার ইতিবৃত্ত, অনন্যা এনেছে প্রবন্ধ ইতিহাসের রূপরেখা: বাংলাদেশ আওয়ামী লীগ, সাহিত্য প্রকাশ এনেছে আব্দুল বায়েসের প্রবন্ধ অমর্ত্য সেনের বাংলাদেশ, বাংলাদেশের অমর্ত্য সেন, নবযুগ এনেছে অভিজিৎ সেনগুপ্ত সম্পাদিত নাট্যবিষয়ক বাংলাদেশের নাট্যচর্চার পাঁচ দশক, জার্নিম্যান এনেছে আলমগীর সাত্তারের মুক্তিযুদ্ধবিষয়ক কিলো ফ্লাইট, অনুপম এনেছে কানাই চক্রবর্তীর উপন্যাস ইতিহাসে নেই, স্বপ্ন ’৭১ এনেছে ফাতিমা জাহানের ভ্রমণ পাহাড় সরোবরের কাজাখস্তান, কথাপ্রকাশ এনেছে হরিশংকর জলদাসের উপন্যাস উপেক্ষিতা সীতা, র‌্যামন এনেছে মাকিদ হায়দারের নির্বাচিত কবিতা, জিনিয়াস এনেছেন আতিউর রহমানের নির্বাচিত প্রবন্ধ, মাইক্রোটেক এনেছে ড. তসিকুল ইসলাম রাজার গবেষণা রাজশাহীতে ভাষা আন্দোলন, অস্তিত্ব এনেছে হায়দার আকবর খান রনোর জীবনীগ্রন্থ শহীদ আসাদ, জিনিয়াস এনেছে আসাদ মান্নানের কবিতা হাতে হরফের হাতিয়ার।

আজ শনিবার মেলা খুলবে বেলা ১১টায়, বেলা ১টা পর্যন্ত শিশু প্রহর। এর পর থেকে টানা রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

কবিতার অন্বেষণ কবিতার কৌশল

কবিতার অন্বেষণ কবিতার কৌশল কামাল চৌধুরী পাঠক সমাবেশ

কবিতার কোনো পাঠশালা নেই। কবিতা লেখা শেখানো যায় না। কবিকেই কবিতা লেখা শিখে নিতে হয়। এই ভাবনা থেকেই কবি কামাল চৌধুরীর বই কবিতার অন্বেষণ কবিতার কৌশল মেলায় এনেছে পাঠক সমাবেশ। এতে তিনি কবিতার আঙ্গিক, প্রকরণ, ছন্দ, মাত্রার হিসাব—এমন নানা বিষয় নিয়ে সহজ ভঙ্গিতে আলোচনা করেছেন। কবিতা সম্পর্কে জানতে আগ্রহী পাঠক তো বটেই, কবিযশোপ্রার্থীদের জন্যও বইটি অবশ্যপাঠ্য।

কবিতায় রাষ্ট্রীয় একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি কামাল চৌধুরীর কবিতার পাশাপাশি নৃবিজ্ঞান ও ইতিহাস নিয়েও রয়েছে মননশীল রচনাসম্ভার। পেশাগত জীবনে সরকারি কর্মকর্তা। বর্তমানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।