এডিসের প্রজনন উৎস পাওয়ায় চার ভবনমালিককে জরিমানা
এডিস মশা প্রজননের উৎস পাওয়ায় নির্মাণাধীন চার ভবনমালিককে ১৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বৃহস্পতিবার নগরের রহমান নগর ও হিলভিউ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্মাণাধীন চারটি ভবনের নিচতলায় বদ্ধ পানির উৎস পাওয়া যায়। এ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। এ জন্য ভবনমালিকদের জরিমানা করা হয়। ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় নগর পুলিশের সদস্যরা সহায়তা করেন। চট্টগ্রাম সিটি করপোরেশন গত মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম কর্মসূচি শুরু করেছে। সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।