সিটিজেন্স ব্যাংকে এক্সিকিউটিভ কমিটি ও রিস্ক ম্যানেজমেন্টে কমিটির চেয়ারম্যানরা পুনর্নির্বাচিত

বেসরকারি সিটিজেন্স ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি মাসুদুজ্জামানকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে।

মাসুদুজ্জামান দেশের তৈরি পোশাকশিল্প খাতে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞ একজন ব্যবসায়ী। তিনি সিটিজেন্স ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড, সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি টানা পাঁচবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন।

চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সিটিজেন্স ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। চৌধুরী মোহাম্মদ হানিফ দেশের টেক্সটাইল খাতে দীর্ঘ ২৯ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ী। চৌধুরী সালমা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক তিনি।