পোষা প্রাণীর হাট

খুলনার নয়াবাটির কবুতরের হাট বসে প্রতি শুক্রবার। তবে শুধু কবুতরেই আর সীমাবদ্ধ নেই এই হাট। এখানে পাওয়া যায় পাখি, বিড়াল, খরগোশ, অ্যাকোরিয়ামের মাছ, এমনকি বিদেশি জাতের কুকুরও। প্রতি শুক্রবার ভোর থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলে এই হাট। সময় যত গড়ায়, জমে ওঠে কেনাবেচা। অনেকেই শখের পোষা প্রাণী কিনতে আসেন এ হাটে। কেউ কেউ আসেন দেখতে। বৈচিত্র্যময় নয়াবাটি হাট নিয়ে এবারের ছবির গল্প

১ / ১১
বিক্রির জন্য আনা খাঁচাভর্তি নানা জাতের কবুতর
২ / ১১
অ্যাকোরিয়ামের মাছ কিনছে এক শিশু
৩ / ১১
ভিন্ন জাতের মুরগি বিক্রি করতে এনেছে একজন
৪ / ১১
খাঁচা বাজুরিকা পাখি নিয়ে দরদাম চলছে
৫ / ১১
কেনার আগে পাখি যাচাই করে দেখছেন ক্রেতা
৬ / ১১
হাটে বিক্রির জন্য উঠেছে কচ্ছপ
৭ / ১১
হাটের বড় অংশ কবুতরের দখলে
৮ / ১১
ইজিবাইক চালকের হাতে খরগোশ
৯ / ১১
বিক্রির জন্য আনা হয়েছে বিদেশি জাতের বিড়াল
১০ / ১১
বিদেশি জাতের কুকুর। দাম হাঁকিয়েছে ২০ হাজার টাকা
১১ / ১১
শিকার নিষিদ্ধ সত্ত্বেও বুনো পাখি বিক্রি করতে এসেছে একজন