সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ও তাঁর স্ত্রী–সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গত বৃহস্পতিবার রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশছবি: প্রথম আলো

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম এবং তাঁদের ছেলে মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৮১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আক্তার হোসেন বলেন, নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর নিজ নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে ৫০ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। তাঁদের ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকা অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া রাকিবুজ্জামানের নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।