মোবাশ্বের হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত, মরদেহ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে

মোবাশ্বের হোসেনের জানাজা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে
ছবি: খালেদ সরকার

মোবাশ্বের হোসেনের প্রথম জানাজা আজ সোমবার বেলা দেড়টায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তাঁর মরদেহ নেওয়া হবে রাজধানীর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

প্রথম দফার জানাজার আগে স্থাপতি মোবাশ্বের হোসেনকে শ্রদ্ধা জানান দেশের বিশিষ্টজনেরা। মোবাশ্বের হোসেনের প্রতি শ্রদ্ধা জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযোদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মোবাশ্বের হোসেনের ছেলে সাঈদ হোসেন বলেন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। তাঁর মরদেহ আগামীকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা হবে।

হাসপাতালে মরদেহ দান সম্পর্কে তিনি বলেন, হাসপাতালের সঙ্গে করা চুক্তির নথিপত্র খোঁজা হচ্ছে। আগামীকালের মধ্য সব আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে। আর কাগজপত্র নিয়ে কোনো জটিলতা তৈরি হলে বা বিলম্ব হলে মরদেহ ব্রাহ্মণবাড়িয়াতেই দাফন করা হতে পারে।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন স্থপতি মোবাশ্বের হোসেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়া সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়কও ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের, বিশেষ করে বিসিবির যেকোনো অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন তিনি। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন।