বাসের দিকে তাকানো যায় না, এত বিশ্রী: ওবায়দুল কাদের
সড়ক–মহাসড়কে চলাচলকারী জীর্ণশীর্ণ গাড়ির কড়া সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘গাড়ির দিকে তাকানো যায় না—এত বিশ্রী।’
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ-নির্বিঘ্ন করার জন্য করণীয় নির্ধারণসংক্রান্ত সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে এই সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘জীর্ণশীর্ণ চেহারার গাড়ি। কী কী নাম—মালঞ্চ, ভিক্টর। প্রতিদিনই দেখি। তাকানো যায় না—এত বিশ্রী। বাংলাদেশ এত এগিয়ে গেল, এর মধ্যে বাসমালিকদের দৃষ্টিভঙ্গি নিচেই থেকে গেল।’
এ বিষয়ে বারবার বলার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর নাম উল্লেখ করে তিনি বলেন, তাঁর (এনায়েত উল্যাহ) পরিবহনের গাড়ি দেখতে ভালো। তবে নেতা হিসেবে তাঁকে অন্য পরিবহনমালিকদের গাড়ি ভালো করার জন্য তাগিদ দেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গাড়ি রংচং করা দরকার। কিন্তু প্রথমে গাড়ির ফিটনেস প্রয়োজন।
ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয়, পরিবহন খাতের নেতাদের সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মানুষের বাড়ি যেতেই হবে। ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো ভাড়া দিয়ে তাঁর আর কোনো টাকাই থাকে না। এমন অনেক মানুষ আছে।’ ঈদযাত্রার সময় অনেক বাস টার্মিনাল থেকে কিছু দূর এগিয়ে বাড়তি ভাড়ায় যাত্রী তোলে বলে উল্লেখ করেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহও সভায় উপস্থিত ছিলেন।