মহাপরিচালকের কাছে দোয়া চেয়েছি, অশোভন আচরণ করি নাই

প্রথম আলো অনলাইনে প্রকাশিত এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম

প্রথম আলো অনলাইনে মঙ্গলবার ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে ধাক্কা দিলেন কর্মকর্তা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। বুধবার তাঁর পাঠানো সেই প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, সংবাদে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে আজিজুল ইসলাম বলেছেন, ‘গত ১২ অক্টোবর আমি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে যাই। আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে প্রশাসনিক মন্ত্রণালয় গৃহীত ব্যবস্থা নিরসনকল্পে মহাপরিচালকের সঙ্গে আলোচনা করি এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা (সাময়িক বরখাস্ত) প্রত্যাহারের জন্য করা দরখাস্ত উর্ধ্বগামী করার অনুরোধ করি। মহাপরিচালকের কাছে আমি দোয়া চেয়েছি মাত্র; বিন্দু পরিমাণ অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করি নাই। বরং স্বাধীনতার বিপক্ষের একটি চক্র থেকে বিরত থাকতে অনুরোধ করেছি। কিন্তু সেই চক্র স্যারকে ভুল বুঝিয়ে সচিবকে চিঠি লেখতে প্ররোচণা প্রদান করে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং সংবাদটি সঠিক নয়।’

প্রতিবেদকের বক্তব্য

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে দেওয়া একটি চিঠিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. এমদাদুল হক তালুকদার উল্লেখ করেছেন, তাঁকে (মহাপরিচালককে) সাময়িক বরখাস্ত কর্মকর্তা আজিজুল ইসলাম ধাক্কা দিয়েছেন।

মহাপরিচালককে ধাক্কা দেওয়ার বিষয়টি যে একটি অভিযোগ, তা সংবাদের প্রথমে রয়েছে। তা ছাড়া ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আরও একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরাও বলেছেন, ধাক্কা দেওয়া ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে।