অভয়নগরে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ তিনজনের অস্ত্রোপচার, মামলা হয়নি

যশোর জেলার মানচিত্র

যশোরের অভয়নগর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাসহ গুলিবিদ্ধ তিনজন এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেহে অস্ত্রোপচার হয়েছে। এখন তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

তবে এ ঘটনার পর আজ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের পাঁচটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

গুলিবিদ্ধ তিনজন হলেন খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন ওরফে লিটু (৫০), যুবলীগ নেতা খায়রুজ্জামান (৩২) এবং যুবলীগ কর্মী নাছিম ভূঁইয়া (২৮)। হেদায়েত ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের ধলু মোল্যার ছেলে। খায়রুজ্জামান ফুলতলা উপজেলার দামোদর গ্রামের কামরুজ্জামান নান্নু ভূঁইয়ার ছেলে। তিনি দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর নাছিম ভূঁইয়া ফুলতলা উপজেলার দামোদর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি যুবলীগ কর্মী।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেদায়েত, খায়রুজ্জামান ও নাছিম ভূঁইয়া মোটরসাইকেলে করে খুলনার ফুলতলা থেকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে আসেন। তাঁরা রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে এক চায়ের দোকানে বসে ছিলেন। রাত ৮টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। তাঁরা মাথায় হেলমেট পরা ছিলেন। তাঁরা এসেই তিনজনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যান। গুলি হেদায়েত হোসেনের পেটের বাঁ পাশে, খায়রুজ্জামানের মুখে ও তলপেটে এবং নাছিমের ডান হাতে লাগে। গুলির শব্দে স্থানীয় লোকজন সেখানে এগিয়ে আসেন। এরপর তাঁদের উদ্ধার খুলনায় নিয়ে যাওয়া হয়।

ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা বলেন, গতকাল রাতেই তাঁদের তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দেহে অস্ত্রোপচার হয়েছে। তাঁরা এখন শঙ্কামুক্ত। তাঁরা সুস্থ আছেন। তবে খায়রুজ্জামানের কিছুটা সমস্যা হচ্ছে। আজ রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। এ ঘটনায় মোল্যা হেদায়েত হোসেন বাদী হয়ে মামলা করবেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।