মানবাধিকার নিয়ে দৃকে চলছে আলোকচিত্র প্রদর্শনী

প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরাছবি: দৃকের সৌজন্যে

মানবাধিকার–সংশ্লিষ্ট বিভিন্ন দৃশ্য নিয়ে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘রেজ অ্যান্ড হোপ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে স্থান পেয়েছে গত চার দশকের মানবাধিকার–সংশ্লিষ্ট ২৯টি আলোকচিত্র, একটি অডিও ইনস্টলেশন এবং একটি ভিডিও ইনস্টলেশন। এতে উঠে এসেছে সীমান্তে হত্যা, চা-বাগানের শ্রমিকদের আন্দোলন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, গণতন্ত্রের জন্য আন্দোলন, আইনি প্রক্রিয়ার ভুক্তভোগী ও বিচারিক হয়রানি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কাঠামোগত বৈষম্য, প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলন, শ্রমিকদের কর্মপরিবেশসহ আরও নানা ঘটনা।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস (ইউএনআরসি) এবং দৃক পিকচার লাইব্রেরির যৌথ উদ্যোগে ১৪ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম স্বাগত বক্তব্যে বলেন, ‘এখানে যে শুধু মানবাধিকার লঙ্ঘনের ছবিই আছে, তেমনটা নয়, এখানে আশাজাগানিয়া ছবিও রয়েছে। আমরা সবাই চাই এই অবস্থা থেকে বের হয়ে আসতে, তবে সেটা অনেক লম্বা সংগ্রামের পথ।’

ইউএনআরসির জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান বলেন, ‘সব মানুষ সমান, তবে সেই বাস্তবতা থেকে আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি। সেই অবস্থায় পৌঁছানোটাও একটা লম্বা ভ্রমণ। আমরা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।’

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম
ছবি: দৃকের সৌজন্যে

আলোকচিত্রী এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, ‘মানুষ এবং নাগরিক হিসেবে জাতিসংঘের মানবাধিকারের যে ধারণা, তার থেকে ভিন্ন কথা বলে এখানের ছবিগুলো। বাস্তবে আমরা হত্যা, গুম এবং কথা বলতে না পারার আতঙ্কের মধ্যে বসবাস করছি। বর্তমানে দেশের সাধারণ মানুষ এবং শ্রমিকেরা একটা দমবন্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা সেখান থেকে মুক্তি পেতে চাই, মুক্তভাবে নিশ্বাস নিতে চাই।’

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মায়ের ডাক সংগঠনের সহসমন্বয়ক আফরোজা ইসলাম, আলোকচিত্রী মাহমুদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রদর্শনীর কিউরেটর এ এস এম রেজাউর রহমান।

মানবাধিকার–সংশ্লিষ্ট ২৯টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে
ছবি: দৃকের সৌজন্যে

জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের খসড়া সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছিল ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে, যা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী সব জাতি ও সংস্কৃতির মানবাধিকারের সাধারণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে।

‘রেজ অ্যান্ড হোপ’ চলবে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে দর্শকের জন্য।