গাজীপুরে পানীয় পানে দুজনের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পানীয় পানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এই দুজন হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের হেলাল উদ্দিন (৪২) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘরের পাড় শিমুতলী গ্রামের কাদেরুল (২৮)। হেলাল কালিয়াকৈরে কসাইয়ের কাজ করতেন এবং কাদেরুল একটি বেকারির শ্রমিক ছিলেন। তাঁরা দুজনই কালিয়াকৈরের হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল দিবাগত রাতে পানীয় পান করে অসুস্থ হন হেলাল ও কাদেরুল। পরে রাতেই তাঁদের উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালে প্রথমে হেলাল এবং পরে কাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক বলেন, একজনের রাস্তাতেই মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। আরেকজনকে ভর্তি করা হয়েছিল। ওই ব্যক্তি ভর্তি হওয়ার এক–দেড় ঘণ্টা পর মারা গেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পানীয়ের বিষক্রিয়ায় দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ কুমুদিনী হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।