ইনুর আশঙ্কা, তাঁর কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় হাজির হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আদালতের কাছে অভিযোগ করেন, তাঁর কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই অভিযোগ করেন হাসানুল হক ইনু। তাঁর সঙ্গে এ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামি। হাসানুল হক ইনুসহ এই মামলার ১৬ জন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার শুনানির শুরুতে ইনুর আইনজীবী আবুল হাসান শুনানির শুরুতে বলেন, তাঁর মক্কেল কথা বলতে চান। ট্রাইব্যুনাল অনুমতি দেওয়ায় ইনু বলেন, গত জুন মাসে কাশিমপুর কারাগারে কয়েকজন তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করেন। তবে তাঁর কণ্ঠস্বর পরীক্ষার জন্য ট্রাইব্যুনালের কোনো আদেশ সেই ব্যক্তিরা দেখাননি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কিছু জানেন না। তাঁর কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরু থেকে সরাসরি হাসানুল হক ইনুর কথা না শুনে আইনজীবীর মাধ্যমে শোনার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করেন। একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, এক-দুই মিনিটে শুনলে অসুবিধার কিছু নেই।
লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখবেন বলে জানান ট্রাইব্যুনাল। তখন চিফ প্রসিকিউটর বলেন, আইন মেনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অডিওর সঙ্গে মেলানোর জন্য ইনুর কণ্ঠস্বর নিয়েছে।
মানসিক নির্যাতনের অভিযোগ
বিভিন্ন কারাগার থেকে সাতটি মামলায় আজ সকালে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে দুপুরের দিকে একে একে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে সোলায়মান সেলিম বলেন, ‘জেলখানার ভেতরে আমাদের মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।’
হাজির করা হয়নি সাবেক আইজিপি মামুনকে
গণ–অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে তৃতীয় মামলাটি হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৩ জনের বিরুদ্ধে। সেখানে তাঁদের বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ মামলার আসামিদের মধ্যে আটজন কারাগারে আছেন। তাঁরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ছাড়া বাকি আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। সে কারণে তাঁকে হাজির করা হয়নি।
সাবেক সিটি মেয়রসহ ২১ আসামির বিষয়ে প্রতিবেদন জমার সময় বাড়ল
গণ–অভ্যুত্থানের সময় উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় আবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে চারবার সময় বাড়ল।
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ এই মামলায় মোট ২১ জন আসামি। এর মধ্যে ১০ আসামি গ্রেপ্তার আছেন বলে শুনানিতে জানান প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। যদিও আজ ৯ আসামিকে হাজির করা হয়।
কী অভিযোগ, জানেন না আসামি
গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এই মামলায় তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আবদুল্লাহ আল মনসুরকে কাঠগড়া থেকে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমি শুনতে পারি নাই, কী জন্য এখানে আসলাম। কোন কেসে (মামলায়) আমাকে এখানে আনা হয়েছে।’
তখন ট্রাইব্যুনাল জানতে চান, আইনজীবী নিয়োগ করেছেন কি না। জবাবে মনসুর বলেন, করেননি। পরে প্রসিকিউশনকে আইনজীবী নিয়োগ করার নির্দেশনা দেন। এই আসামিকে ট্রাইব্যুনাল বলেন, তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ হলে মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য–নথি তিনি পাবেন।
নরসিংদীর মামলায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ল
গণ–অভ্যুত্থানের সময় নরসিংদী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়িয়ে আগামী ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এই মামলায় মোট আটজন আসামি। এর মধ্যে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বাণ চৌধুরী, নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলাম এবং রবিউল আলম নামে আরও একজন গ্রেপ্তার আছেন। আজ এই তিন আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সিলেটে সাংবাদিক হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ল
গণ–অভ্যুত্থানের সময় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের মো. তুরাবকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল। আগামী ২৩ সেপ্টেম্বর এটি জমা দিতে বলা হয়েছে। এই মামলার আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার ও সাবেক কনস্টেবল উজ্জ্বল সিংহকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বদিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বদিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। গত ২০ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে র্যাব।