সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল আইএসের সাবেক প্রধান বাগদাদির স্ত্রীর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের খরবটি। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এখনো যেভাবে সুপার এইটে উঠতে পারে এই খবরেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

কারাগারে বসে আইএস প্রধান বাগদাদির সঙ্গে কাটানো বিবাহিত জীবনের গল্প শোনালেন স্ত্রী

আবু বকর আল-বাগদাদি
ফাইল ছবি: এএফপি

নাম উম্মে হুদাইফা। ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির বিধবা স্ত্রী তিনি। ইরাকের রাজধানী বাগদাদের একটি কারাগারে বন্দী আছেন হুদাইফা। সেখানে নির্জন কোণে বসে বিবিসিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এই নারী। বিস্তারিত পড়ুন...

লোকজন বলেছিল মাজারে বসিয়ে ভিক্ষা করাতে, তিনি এখন অনেকের প্রেরণা

স্কটল্যান্ডের এডিনবরায় মোরশেদ মিয়া
ছবি: মোরশেদ মিয়ার সৌজন্যে

মোরশেদ মিয়া ব্যস্ত মানুষ। মাদ্রাসায় পড়াচ্ছেন, কলেজে নিজের ক্লাস করছেন আবার গরুদের খাবার দিতে খামারে ছুটছেন। এর মধ্যে আছে তাঁর মঞ্চনাটক করার শখ। সম্প্রতি তিনি ফিরেছেন স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি নাটকের কর্মশালা করে। বিস্তারিত পড়ুন...

বিশ্বের সবচেয়ে দামি আমের উৎপাদন বাংলাদেশে এবার ভালো হয়েছে

খাগড়াছড়ির আলুটিলায় রিপল চাকমার বাগানে ধরা মিয়াজাকি আম
ছবি: রিপল চাকমার সৌজন্যে

জাপানি শব্দ মিয়াজাকি শব্দের অর্থ ‘সূর্যডিম’। টকটক লাল রং, যেন সকালের লাল সূর্য। আবার আকৃতি ডিমের মতো। সব মিলিয়ে সূর্যডিম। এ আম সাধারণের ভাগ্যে জোটে না বললেই চলে। কারণ উচ্চ মূল্য। কিন্তু কতটা উচ্চ মূল্য? বিস্তারিত পড়ুন...

স্টেজে বেসুরো গান! ফারিণকে নিয়ে ট্রল

তাসনিয়া ফারিণ
ছবি: ফেসবুক

গত ঈদে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের গায়িকা হিসেবে অভিষেক হয়। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রচারের পর বেশ আলোচিত হয়। এরপর যেখানেই গেছেন, এই গানের জন্য প্রশংসা কুড়িয়েছেন ফারিণ। তবে লন্ডনে গিয়ে ঘটল ভিন্ন ঘটনা। মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারালেন ফারিণ। বিস্তারিত পড়ুন...

পাকিস্তান এখনো যেভাবে সুপার এইটে উঠতে পারে

সুপার এইটে যেতে হলে পাকিস্তানকে পরের দুটি ম্যাচ জিততেই হবে, এরপর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে
রয়টার্স

পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরই অনেকে বলেছিলেন, বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা যে চাপে পড়েছেন, এ থেকে বের হওয়া কঠিন। কেউ কেউ তখনই বলতে শুরু করেছিলেন, পাকিস্তানের জন্য সুপার এইটে ওঠাও কঠিন হয়ে পড়বে! বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন