ডেমরার রি-রোলিং কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৭
রাজধানীর ডেমরার একটি রি–রোলিং কারখানায় অগ্নিদগ্ধ হয়ে সাতজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আজ শনিবার রাত আটটার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির রি–রোলিং মিলের ‘গিয়ার বক্স’ বিস্ফোরিত হয়ে সাত শ্রমিক অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাত শ্রমিক হলেন তরিকুল ইসলাম (৩৪), মো. সুজন (২৫), শফিকুল ইসলাম (২৫), মো. রনি (৩৪) আমিনুল ইসলাম(২৬), দীপন দাস (৩৫) ও কাঞ্চন (২৭)।