বিচারপতিদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বক্তব্যের প্রতিবাদ

বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ঢাকা, ১৭ আগস্ট।
ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে এমন বক্তব্যের প্রতিবাদে আগামী সোমবার সারা দেশের আইনজীবী সমিতিগুলোতে আইনজীবী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি–সমর্থিত আইনজীবীদের এই সংগঠন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ‘বিচারকগণও শপথবদ্ধ রাজনীতিবিদ এবং বিচার বিভাগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, ‘বিচারপতিদের এমন বক্তব্য আমাদের শঙ্কিত করেছে। পূর্বে যে যা–ই করুন, বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর আপনার অবস্থান বিচারপতি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। তিনি বলেন, ১৫ আগস্ট আলোচনা সভায় বিচারপতিদের বক্তব্যের কিছু কিছু অংশ বিচারপতি হিসেবে নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন কি না, তা প্রশ্ন রাখার দাবি রাখেন। এ জন্য আইনগত ও নৈতিকভাবে তাঁরা বিচারকার্য পরিচালনার অধিকার হারিয়েছেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল প্রমুখ।