সহজ জীবনের কথা বলে ‘কথা বলা এসি’

ভয়েস কন্ট্রোল এসিকে মনে করা হয় সহজ জীবনের হাতিয়ারপ্রতীকী ছবি: সংগৃহীত

আধুনিক বিজ্ঞান মানুষকে করেছে বেগবান। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ এখন তাদের প্রাত্যহিক জীবনেও আনছে স্বস্তি। তেমনি এক স্বস্তির নাম এসি বা এয়ার কন্ডিশনার। এসি নিত্যদিনের জীবনে শীতল পরশ বুলিয়ে দেয়। প্রযুক্তির নানা ব্যবহারে আধুনিকতার ছোঁয়া এখন এসিতে। তেমনি একটি হলো ‘ভয়েস কন্ট্রোল এসি’ বা ‘কথা বলা এসি’।

ভাবছেন ভয়েস কন্ট্রোল এসি আবার কেমন? এত দিন আমরা রিমোট দ্বারা এসি নিয়ন্ত্রণ করতাম। এখন চাইলেই নিজ কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে যন্ত্রটি। রাতে ঘুমের ঘোরে এসির রিমোট খুঁজে হয়রান হতেন যাঁরা, তাঁদের জন্য এটা বেশ আনন্দের বিষয়। আবার সময়ে-অসময়ে এসির রিমোট খুঁজেও পাওয়া যায় না। তখন ভয়েস কন্ট্রোল এসিকে মনে করা হয় সহজ জীবনের হাতিয়ার।

বর্তমানে ঘরে ঘরে দেখা যাচ্ছে ভয়েস কন্ট্রোল এসি। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করে যন্ত্রটি। জীবনকে আরও সহজ করতে, আরও স্বস্তি এনে দিতে ভয়েস সার্চ টেকনোলজির মাধ্যমে এসব এসির ব্যবহার হচ্ছে। ইংরেজি ভাষায় এই ভয়েস কন্ট্রোল বিষয়টি তো আছেই। বাংলায় নির্দেশ দেবেন মুখে, সেই অনুযায়ী কাজ করবে এসি।

ভয়েস কন্ট্রোল এসির নানা সুবিধা নিয়ে কথা বলেন ভিশন ইলেকট্রনিকস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার রিফাত হাসান। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ২০২১ সালে অফলাইন ভয়েস কন্ট্রোল প্রযুক্তির এসি বাজারে আসে। বাজারে আসার সঙ্গে সঙ্গে ভয়েস কন্ট্রোল এসি জনগণের কাছে আগ্রহের বিষয় হয়ে উঠেছে। মানুষ আসলে এখন চায় জীবনকে যত সহজে পারা যায় যাপন করতে। তাই ভয়েস কন্ট্রোল এসিতেই স্বস্তি খুঁজে পাচ্ছেন ব্যবহারকারীরা।’

শুধু ঘুমের সময় কিংবা রিমোট খুঁজে না পাওয়ার সময়টুকুতেই নয়, ভয়েস কন্ট্রোল এসি ইচ্ছা করলে বাড়ির বাইরে থেকেও পরিচালনা করা সম্ভব। রিফাত হাসান জানান, ‘যখন আপনি কর্মক্ষেত্রে কিংবা বাড়ির বাইরে থাকেন, তখনো ইচ্ছা করলে ভয়েস কন্ট্রোল এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকলে এটি যেকোনো জায়গা থেকে কথার মাধ্যমে পরিচালনা করতে পারবেন।’

রাজধানীর ইস্কাটানে বসবাসকারী সামিরা আঞ্জুম এক বছর ধরে ব্যবহার করছেন ভয়েস কন্ট্রোল এসি।

সামিরা বলেন, ‘দুপুরে তীব্র গরমে বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরি। বাসায় যাওয়ার পর এসি ছাড়লে ঘর ঠান্ডা হতে সময় লাগে। তাই আমি বাইরে থেকেই এসিটি ছেড়ে রাখি। এটি খুবই আরামের একটি জিনিস।’

বাংলাদেশের বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আসছে ভয়েস কন্ট্রোল প্রযুক্তিসমৃদ্ধ এসি। অনেক প্রতিষ্ঠানের অফলাইন ভয়েস কন্ট্রোল এয়ারকন্ডিশনারে কোনো রকম ইন্টারনেট সংযোগ, ভয়েস আইওটি ডিভাইস এমনকি রিমোট কন্ট্রোলারও দরকার হয় না। কথা বলা যায় সরাসরি।

এসব এসি থাকে হাইলি অ্যাকুরেট ভয়েস রিকগনাইজার ডিভাইস। সঙ্গে থাকে ৯৫ শতাংশ ফাস্টার ওয়েকআপ সেন্সর। এ সেন্সরের জন্যই মুখের কথায় বাধাহীনভাবে এসি কন্ট্রোলের এক ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারেন ব্যবহারকারী।

বেশ কয়েকজন ভয়েস কন্ট্রোল এসি ব্যবহারকারী জানালেন, গৃহস্থালি যন্ত্রাদির ক্ষেত্রে তারা এখন দেখেন, কত সহজে প্রতিদিনের জীবন যাপন করতে পারেন। নাভিশ্বাস ওঠা কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে জীবনটা যেন একটু সহজ ও স্বস্তির হয়, সেই চিন্তা থেকেই আধুনিক প্রযুক্তির এমন জিনিস তাঁরা ঘরে আনছেন।

জীবনকে যদি আপনি সহজ করে যাপন করতে জানেন, তাহলে তা আরও সহজ হিসেবেই ধরা দেবে। প্রযুক্তি এ ক্ষেত্রে বড় সহায়ক। ভয়েস কন্ট্রোল এসি সহজ ও স্বস্তির জীবনে শীতলতার পরশ বুলিয়ে দেবে আরও নিবিড়ভাবে।