মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের নামে ৫৬টি রাস্তার নামকরণ, উদ্যোগে ডিবিএল সিরামিকস

বীর মুক্তিযোদ্ধাদের নামে ৫৬টি রাস্তার নামফলক তৈরি করেছে মহেশপুর পৌরসভা এবং ডিবিএল সিরামিকস
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৫৬টি রাস্তা ৫৬ জন বীর মুক্তিযোদ্ধার নামে নামাঙ্কিত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় তুলে ধরতে মহেশপুর পৌরসভা এবং ডিবিএল সিরামিকস যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাধীনতার মাসে ডিবিএল সিরামিকসের কর্মকর্তা এবং মহেশপুর পৌরসভার মেয়র আবদুর রশিদ খাঁনের উপস্থিতিতে নামফলকে টাইলস স্থাপনের কাজ শুরু হয়। এই মহৎ উদ্যোগের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের পরিচয় তুলে ধরতে পেরে ডিবিএল সিরামিকস গর্বিত। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রয়াস অটুট থাকবে ডিবিএল সিরামিকসের।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান ঝিনাইদহের মহেশপুর। এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন পৌরসভা।