বিমান বিধ্বস্তে আহতদের নিয়ে যাবে মেট্রোরেলে রিজার্ভ বগি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি সংরক্ষিত (রিজার্ভ) রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল পৌনে পাঁচটার দিকে বলেছেন, এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৮ জন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকেরা।