বারডেম নেফ্রোলজি ও ডায়াবেটিক সমিতির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বারডেম নেফ্রোলজি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘ডায়াবেটিক কিডনি ডিজিজ ও বিশ্ব কিডনি দিবস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বারডেম মিলনায়তনে বেলা ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন উর রশীদ। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী, মহাপরিচালক বারডেম; মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. জিয়াউদ্দীন আহমেদ, সাবেক মহাপরিচালক বারডেম; অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, সাবেক পরিচালক নিক্ডু; অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম, সাবেক চেয়ারম্যান নেফ্রোলজি, বিএসএমএমইউ; এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ডা. মো. ফারহাদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারডেমের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক। দেশের নেফ্রোলজি বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মশালায় দুটি পর্যায়ে এই বিজ্ঞানভিত্তিক আলোচনা হয়। ১. দীর্ঘ মেয়াদে কিডনি রোগীদের ডায়েটে একজন নেফ্রোলজিস্টের কী জানা উচিত? এবং ২. দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের সর্বশেষ পর্যায়ে ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত?
এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।