‘ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পেলেন ইউআইইউ অধ্যাপক আল মামুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নিচ্ছেন আল মামুন
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন টেকনিক্যাল-প্রাইভেট (সেরা ব্যক্তি) ক্যাটাগরিতে ‘ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড–২০২২’ পেয়েছেন।

গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং ডিজিটাল স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য তাঁকে জাতীয় পর্যায়ে এবার এ পুরস্কার দেওয়া হলো।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম। সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম ল্যাব (এইমস ল্যাব), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিমেড হেলথের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি বেশ কয়েকটি ডিজিটাল স্বাস্থ্যসেবা মডেলের উদ্ভাবক।