বাণিজ্য মেলায় ‘নিত্যনতুন পণ্যে, আভিজাত্যের পরশে’ সেজেছে নাভানা ফার্নিচারের প্যাভিলিয়ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নাভানা ফার্নিচারের একটি স্টল
ছবি: সংগৃহীত

শীতের হিম হিম পরিবেশ। এরই মধ্যে বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় সব প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। পাশাপাশি মেলায় বিদেশি স্টলও আছে। পিছিয়ে নেই দেশের প্রথম সারির আসবাব নির্মাতা প্রতিষ্ঠানগুলোও।

মেলায় স্টল নং ৪১ (হল ‘এ’)-এ ‘নিত্যনতুন পণ্যে, আভিজাত্যের পরশে’ সেজেছে সুপরিচিত ব্র্যান্ড নাভানা ফার্নিচার। দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন দেখে মনের অজান্তেই থমকে দাঁড়াচ্ছেন বাণিজ্য মেলায় আসা ক্রেতা-দর্শনার্থী ও আসবাবপ্রেমীরা। প্যাভিলিয়নে রয়েছে বিভিন্ন ডিজাইনের সোফা, বেডরুম, লিভিংরুম, ডাইনিংরুমসহ বাসাবাড়িতে ব্যবহারযোগ্য বিভিন্ন আসবাবের সমারোহ। এবারের মেলায় সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হচ্ছে মাল্টিফাংশনাল ডিজাইনের ফার্নিচার, অর্থাৎ একটি ফার্নিচার ব্যবহার করা যাবে একাধিক কাজে। যেমন সোফাকে চাইলেই রূপান্তরিত করা যাবে বেডে।

নাভানা ফার্নিচারের প্যাভিলিয়নে রয়েছে বিভিন্ন ডিজাইনের আসবাব
ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে নাভানা ফার্নিচার লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ামিন রিখু বলেন, ‘যাত্রার শুরু থেকেই ক্রেতাদের পছন্দ এবং সন্তুষ্টির ওপর ভিত্তি করে দক্ষ শ্রমিক দ্বারা ফার্নিচার নির্মাণ করে আসছি আমরা। সব ধরনের ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ফার্নিচারের ডিজাইন এবং দাম নির্ধারিত হয়। আশা করি, নাভানা ফার্নিচারের নির্মাণশৈলী দেশ ও বিদেশের বিভিন্ন গ্রাহকের রুচি, চাহিদা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, নাভানা ফার্নিচারের যাত্রা শুরু ২০০২ সালে। ঢাকার অন্যতম প্রধান এলাকা রামপুরা, কাজীপাড়া, উত্তরা, পান্থপথ, কাকরাইলসহ সারা দেশে প্রতিষ্ঠানটির ৮০টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

নাভানা ফার্নিচারের বিশেষত্ব

নাভানা ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয় উচ্চমানের কাঠ ও উপকরণ। সব শ্রেণির ক্রেতাদের কথা বিবেচনা করে নাভানা ফার্নিচারে আছে সময়োপযোগী এবং আধুনিক শতাধিক ডিজাইন। তাই নাভানা ফার্নিচারের দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যময় ডিজাইনে ক্রেতারা পান আভিজাত্যের পরশ।

গৃহসজ্জার জন্য দৃষ্টিনন্দন আসবাব পাওয়া যাবে প্যাভিলিয়নে
ছবি: সংগৃহীত

মেলা উপলক্ষে অফার ও মূল্যছাড়

বাণিজ্য মেলা উপলক্ষে বেশ কিছু নতুন পণ্য এনেছে নাভানা ফার্নিচার। সারা দেশের বিক্রয়কেন্দ্র ও মেলার প্যাভিলিয়ন থেকে যেকোনো ফার্নিচার কিনলেই ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১৭ শতাংশ মূল্যছাড়। এ সুযোগ ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত প্রযোজ্য।

নাভানার প্যাভিলিয়নে রয়েছে বিভিন্ন ডিজাইনের সোফা
ছবি: সংগৃহীত

বিক্রয়োত্তর ও অন্যান্য সেবা

নাভানা ফার্নিচারের পণ্যে নানা রকম বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহকেরা। প্রস্তুতকৃত ত্রুটি বা ‘ম্যানুফ্যাকচারিং ডিফেক্টে’র জন্য রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং ঘুণে ধরাজনিত সমস্যায় রয়েছে নাভানার নির্দিষ্ট সার্ভিসিং সেন্টারের মাধ্যমে পাঁচ বছরের সার্ভিসিং গ্যারান্টি।

সঠিক সময়ে পণ্য নিশ্চিতকরণসহ রয়েছে নিকটস্থ বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এ ছাড়া নাভানা ফার্নিচারের ভার্চ্যুয়াল শোরুম আছে, ক্রেতারা চাইলে সেখান থেকে অনলাইনে পণ্য পছন্দ ও কিনতে পারেন। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ইএমআই (কিস্তি) সুবিধা।