ঢাকায় ফটোসাংবাদিকের ওপর পুলিশের হামলার ঘটনা দ্রুত তদন্তের আহ্বান সিপিজের
দৈনিক সময়ের আলোর ফটোসাংবাদিক শেখ ফেরদৌসের ওপর পুলিশের হামলার ঘটনায় দ্রুত ও পক্ষপাতহীন তদন্তের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে সিপিজে। এক্সে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ১৬ জানুয়ারি রাজধানী ঢাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিক্ষোভের সময় দৈনিক সময়ের আলোর ফটোসাংবাদিক শেখ ফেরদৌসের ওপর হামলা চালায় পুলিশ। এ ঘটনার দ্রুত ও পক্ষপাতহীন তদন্তের আহ্বান জানাচ্ছে সিপিজে।
নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে সিপিজে লিখেছে, ঘটনার দিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শেখ ফেরদৌসকে একজন পুলিশ কর্মকর্তা লাঠি দিয়ে মারধর করেন বলে খবর পাওয়া গেছে। এ সময় ওই ফটোসাংবাদিকের কাছে তাঁর ক্যামেরা ছিল। তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয়ও দিয়েছিলেন। এরপরও তাঁর ওপর হামলা করা হয়।
সিপিজে বলেছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই শেখ ফেরদৌসের ওপর হামলাকারী ওই পুলিশ কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীগুলো যাতে সংবাদমাধ্যমকে অবাধে এবং নিরাপদে সংবাদ প্রকাশ করতে দেয়, তা নিশ্চিত করতে হবে।