ডেঙ্গুতে রোহিঙ্গা শিশুর মৃত্যু

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ফাইল ছবি: রয়টার্স

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোহিঙ্গা শিশু মারা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনাছ আবিবি নামের আড়াই বছরের এই রোহিঙ্গা মেয়েশিশু গতকাল শনিবার সকালে মারা যায়। আজ রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই সময়ে নতুন করে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আনাছ আবিবি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াছের মেয়ে। গতকাল ভোরে তাঁকে কক্সবাজার থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয় বলে জানান মো. ইলিয়াছ।

ইলিয়াছ বলেন, কয়েক দিন আগে মেয়েটির জ্বর আসে। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার কিছুক্ষণ পর সে মারা যায়।

ইলিয়াছের আরও দুই ছেলে আছে। তারা সুস্থ আছে বলে তিনি জানান। ইলিয়াছ রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত চট্টগ্রামে ৪ হাজার ৫৩ জন আক্রান্ত হন। এ পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এর মধ্যে ১৫টি শিশু।