বিকেলে ঢাকার যেসব জায়গায় ‘গণমিছিল’ করবে বিএনপিসহ বিরোধীরা

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে আজ শুক্রবার যুগপৎভাবে গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। বেলা তিনটায় ঢাকার দুই অংশে গণমিছিল করবে বিএনপি।

গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটসহ অন্যরা বিজয়নগর, পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গণমিছিল বের করবে। বিজেপিও পৃথক বিক্ষোভ মিছিল করবে।

‘এক দফা’ দাবিতে ঢাকাসহ দেশের সব মহানগরে এই গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুটি গণমিছিল করবে।

বিএনপি জানিয়েছে, একটি গণমিছিল রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। আরেকটি গণমিছিল গুলশান-১ নম্বর গোলচত্বর হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। সেখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত শুক্রবার ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে গণমিছিল করেছিল বিএনপি। সেদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল এবং জোটগুলোরও ঢাকায় কর্মসূচি ছিল।

বিএনপির পাশাপাশি আরও আটটি দল ও ছয়টি জোট যুগপৎভাবে দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গণমিছিল বের করবে। এর মধ্যে ‘গণতন্ত্র মঞ্চ’ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, ‘১২ দলীয় জোট’ বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে,  ‘গণফোরাম ও পিপলস পার্টি’ মতিঝিলের নটর ডেম কলেজের উল্টো পাশ থেকে, ‘গণ অধিকার পরিষদ’ একাংশ (নুরুল হক) পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে, অপর অংশ (রেজা কিবরিয়া) পুরানা পল্টন মোড় থেকে, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ শাহবাগ মোড় থেকে, ‘লেবার পার্টি’ বেলা তিনটায় নয়াপল্টন মসজিদ গলি থেকে, ‘এলডিপি’ এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, ‘এবি পার্টি’ বিজয় নগর এলাকায়, ‘সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট’ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, একই সময়ে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে, ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ (এনডিএম) বিকেল সাড়ে পাঁচটায় মালিবাগ মোড় থেকে মিছিল বের করবে।

এ ছাড়া ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ফকিরাপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দৈনিক বাংলা পর্যন্ত মিছিল করবে দলটি। মিছিলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান আন্দালিভ রহমান (পার্থ)।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর উন্নত চিকিৎসার দাবিতে গতকাল ঢাকাসহ সব মহানগরে প্রচারপত্র বিলি করেছে বিএনপি। এই দাবিতে আগামীকাল শনিবার সব মহানগর ও জেলায় দলটির ‘পদযাত্রা’ কর্মসূচি রয়েছে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ১৬ আগস্ট সারা দেশে দোয়া মাহফিল হয়।