যাত্রাবাড়ীতে গণপিটুনিতে নিহত আরেকজনের পরিচয় শনাক্ত
ঢাকার যাত্রাবাড়ীতে গণপিটুনিতে নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রাহাত হাসান ওরফে বিপু (৫৩)। তিনি যাত্রাবাড়ীতে রোজভিউ হোটেলের ব্যবস্থাপক ছিলেন। সেখানে গণপিটুনির শিকার হন তিনি।
নিহত ব্যক্তির স্ত্রীর বড় বোন সুমেনা আক্তার বলেন, রাহাত চার মাস ধরে ওই হোটেলে কর্মরত ছিলেন। গত পরশু থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানায় যান তাঁরা। পরে আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে মৃতের স্ত্রী রুবিনা আক্তার লাশ শনাক্ত করেন।
পুলিশ জানায়, রাহাত হাসানের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল হাকিম। তাঁর দুই সন্তান রয়েছে।
এর আগে গত বুধবার যাত্রাবাড়ীর রোজভিউ হোটেলে গণপিটুনির শিকার হয়ে সাইদুল ইসলাম ইয়াছিন (১৯) ও সাইফ আরাফাত শরিফ (২০) নামের দুজন মারা যান।