‘মেয়েকে আনতে স্কুলে ঢুকছিলাম, তখনই বিমান আছড়ে পড়ে’

বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকাজ চলছেছবি: খালেদ সরকার

তৃতীয় শ্রেণিপড়ুয়া শ্রেয়া ঘোষের ছুটি হয়েছে। মেয়েকে নিতে মা পপি ঘোষ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফটক দিয়ে ভেতরে ঢুকছিলেন। ঠিক সেই সময়ে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়ে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫২০ নম্বর ওয়ার্ডের সামনে একটু পরপর কেঁদে উঠছিলেন পপি ঘোষ। আজ সোমবার সন্ধ্যায় পপি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে। অভিভাবকেরা সন্তানদের নিচ্ছিলেন। আমার যেতে ৫ মিনিটের মতো দেরি হয়েছে। স্কুলের ফটক দিয়ে প্রবেশ করছিলাম, এ সময় বিমান আছড়ে পড়ে।’

আরও পড়ুন

ফায়ার সার্ভিস উদ্ধার কাজে আসার পর এক পর্যায়ে শ্রেয়াকে উদ্ধার করা হয়। পরে তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পপির সঙ্গে থাকা স্বজনেরা চিকিৎসকের বরাত দিয়ে জানান, শ্রেয়ার শরীরের ৮-১০ শতাংশ পুড়ে গেছে।

আজ বেলা একটার পর উত্তরার ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এতে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

আরও পড়ুন