চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে চারটি এয়ারগান উদ্ধার

চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে উদ্ধার করা চারটি এয়ারগান
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার খুলে চারটি এয়ারগান উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ রোববার উদ্ধার করা ওই এয়ারগানগুলো আসল না নকল, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ব্যাগেজ রুলের আওতায় ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী হিসেবে ওই চালানটি আমদানি করা হয়। তবে দীর্ঘদিনেও সেটি খালাস না করায় নিলামে তোলার সিদ্ধান্ত নেয় কাস্টমস। নিলামে তোলার আগে কনটেইনার খুলে পরিমাণ, ওজনসহ পণ্যের বাস্তব অবস্থা তুলে ধরতে হয়। আজ কনটেইনারটি খোলার পরই এয়ারগানগুলোর সন্ধান পাওয়া যায়।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. মাহফুজ আলম প্রথম আলোকে বলেন, ‘এই এয়ারগানগুলো আসল না নকল, তা একাধিক সরকারি সংস্থা পরীক্ষা-নিরীক্ষা করছে। পরীক্ষার প্রতিবেদনের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

কাস্টমস কর্মকর্তারা জানান, ব্যাগেজ রুলের আওতায় প্রবাসীরা দেশে আসার সময় নিজের ব্যবহার্য পণ্য নিয়ে আসার সুযোগ পান। যে কনটেইনারটি থেকে এয়ারগান জব্দ করা হয়েছে, সেটিতে একাধিক প্রবাসীর পণ্য ছিল।