আনোয়ারুল আজীমের মরদেহ সম্পর্কে স্পষ্ট কোনো খবর আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনছবি: প্রথম আলো

কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ সম্পর্কে স্পষ্ট কোনো খবর আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ২২ মে তাঁর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। তবে এখন পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মরদেহ সম্পর্কে স্পষ্ট কোনো খবর আসেনি। আপনারা যে রকম শুনছেন, আমরাও সে রকমই শুনছি। বাংলাদেশের গোয়েন্দারা সেখানে আছেন। ভারতের পুলিশও কাজ করছেন। মরদেহ ছাড়া সব তথ্য, যাঁরা যাঁরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যাঁরা যাঁরা করেছেন, তার সবকিছুর খবর পেয়েছি। মরদেহ উদ্ধারই বাকি।’

এ অবস্থায় জাতীয় সংসদের ওই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার দেবেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন।

কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়।