হত্যার হুমকি পেয়ে ডিবিতে অভিযোগ দিলেন মুশতাক–তিশা দম্পতি

খন্দকার মুশতাক আহমেদছবি: সংগৃহীত

হত্যার হুমকি পেয়েছেন জানিয়ে নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ করেছেন আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও তাঁর স্ত্রী সিনথিয়া ইসলাম (তিশা)। আজ সোমবার বিকেলে খন্দকার মুশতাক ডিবি কার্যালয়ে গিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদের কাছে লিখিত অভিযোগ দেন।

খন্দকার মুশতাক প্রথম আলোকে বলেন, ৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলায় গেলে কিছু যুবক তাঁকে ও তাঁর স্ত্রী সিনথিয়াকে গালাগালি করেন। আবার বইমেলায় গেলে তাঁদেরকে গুলি করে হত্যা করা হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেন। এ কারণে তিনি ডিবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ডিবির প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, হত্যার হুমকির বিষয়টি ডিবি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি জানায়, খন্দকার মুশতাকের অভিযোগটি তদন্তের জন্য ডিবি সাইবার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বিষয়টির তদন্ত শুরু করেছে।