বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের ভেতরে সমন্বয়ের কাজ করবে লিয়াজোঁ কমিটি

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে লিয়াজোঁ কমিটি বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনছবি: প্রথম আলো

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ের কাজ এবং উভয়ের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব পৌঁছে দিতে কাজ করবে ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্ম গঠিত লিয়াজোঁ কমিটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে লিয়াজোঁ কমিটি বিষয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম এ কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষ করে তাঁরা বঙ্গভবনের উদ্দেশে রওনা হন৷

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে৷ এই সরকারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছিল এবং তাঁরা কাজটি করেছে৷ ৫ আগস্ট সংবাদ সম্মেলনে অভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার সরকারের রূপরেখা ও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে মাহফুজ আলমকে সমন্বয়ক করে লিয়াজোঁ কমিটি প্রস্তাবিত হয়৷ লিয়াজোঁ কমিটির সদস্যরা রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের সঙ্গে কথা বলে দেশে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট ছিলেন৷ এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কাছে অংশীজনের নাম প্রস্তাব করেন৷

৬ আগস্ট লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম ও সদস্য নাসীরউদ্দিন পাটোয়ারী বঙ্গবভবনে ছাত্র-শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও অংশীজন নির্ধারণে সহায়তায় কাজ করছে লিয়াজোঁ কমিটি৷ সরকার গঠন-পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করবে তারা৷ আজ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতেও কমিটির ওই দুই সদস্য উপস্থিত ছিলেন৷ এই কমিটি আগামীর বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সব অংশীজনের সঙ্গে সংলাপ ও প্রস্তাবের জন্য কাজ করবে৷ উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী কমিটির পরিধি বর্ধিত হবে৷ কমিটির সদস্যসংখ্যা সব দল-মতের সঙ্গে সংলাপের ভিত্তিতে আরও বর্ধিত করা হবে৷

নাহিদ ইসলাম আরও বলেন, লিয়াজোঁ কমিটি যে প্রস্তাব করেছিল, সেটি আমরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছি এবং তিনিও সম্মত হয়েছেন৷ সবার সম্মতিক্রমে সেই তালিকাটি আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি৷ সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথে নেবেন৷

বঙ্গভবনে শপথ শেষে অন্য সমন্বয়কদের সঙ্গে নিয়ে সার্বিক বিষয়ে ব্রিফ করা হবে বলেও জানান নাহিদ৷

সমন্বয়ের কাজ করবে লিয়াজোঁ কমিটি

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম সংবাদ সম্মেলনে জানান, তিনি ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন নাসিরউদ্দীন পাটোয়ারী, ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান, আকরাম হুসাইন, মামুন আব্দুল্লাহিল ও আরিফুল ইসলাম৷

মাহফুজ বলেন, 'আমরা আশা করি, খুব দ্রুতই বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে৷ সেখানে আন্দোলনের যে অংশীজনেরা সরকারের অংশ হবেন বা সরকারকে কীভাবে জবাবদিহিপূর্ণ করে তুলবেন, এক্ষেত্রে লিয়াজোঁ কমিটি তাদের কাজ করে যাবে৷ সমাজের সব অংশের প্রস্তাব, উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সংলাপ ও বিতর্কের সুযোগ তৈরি করার জন্য লিয়াজোঁ কমিটি কাজ করবে৷ এই কমিটির পরিধি আমাদের মধ্যেই সীমিত থাকবে না৷ সব দল-মত, লিঙ্গ ও জনগোষ্ঠী লোকদের এতে অন্তর্ভুক্ত করা হবে৷ যে সরকার গঠিত হবে, তার ভেতরে একটা ওয়ে আউট বা সমন্বয়ের কাজ এবং উভয়ের কাছে প্রস্তাবনাগুলো সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে লিয়াজোঁ কমিটি৷'