মানবতাবিরোধী অপরাধ মামলার এক পলাতক আসামি গ্রেপ্তার: র‍্যাব

গ্রেপ্তার মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী (৭০)। গতকাল শনিবার গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে র‍্যাব জানায়, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২০ সালে কুতুবের বিরুদ্ধে মামলা হয়। পরের বছরের ২১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন থেকে কুতুব পলাতক ছিলেন।

র‍্যাব বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল গাজীপুর থেকে কুতুবকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় কুতুবের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন।