আন্তদেশীয় গোপনীয়তা নীতি নিয়ে আইসিটি বিভাগের কর্মশালা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানভুক্ত দেশগুলোর ব্যবহৃত আন্তদেশীয় গোপনীয়তা নীতি (ক্রস বর্ডার প্রাইভেসি রুলস) বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পদ্ধতিতে তথ্যের নিরাপদ আদান-প্রদানের ব্যবস্থাপনা ও কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কমার্শিয়াল ল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার ও জ্যেষ্ঠ আইনজীবী জো গাত্তুসো এবং ফেডারেল ট্রেড কমিশনের আন্তর্জাতিক ভোক্তা সুরক্ষাবিষয়ক পরামর্শক বেটসি ব্রডার।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে এ কর্মশালায় আইসিটি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন ও সংসদবিষয়ক বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বিটিআরসির প্রতিনিধিরা অংশ নেন।