সিইসির এলাকায় উপনির্বাচন, ভোটার উপস্থিতি কম

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ছবিটি সকাল সাড়ে ৯টার দিকে তোলা
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত এলাকায়। সিইসি পদে দায়িত্ব নেওয়ার পর এটা কাজী হাবিবুল আউয়ালের নিজ এলাকায় প্রথম কোনো নির্বাচন। সিইসির নিজ এলাকার নির্বাচন কেমন হয়, প্রার্থীসহ সবার নজর এখন সেই দিকে।

তবে আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের তেমন উপস্থিতি দেখা যায়নি। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের দিক থেকে দু–একটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ করা হয়।

এর মধ্যে আজিমপুর ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারসের এজেন্ট জামাল হোসেনকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এজেন্ট জামাল হোসেন বলেন, তিনি সকাল ৭টায় কেন্দ্রে গেছেন, কিন্তু তাঁকে ঢুকতে দেননি। প্রিসাইডিং কর্মকর্তা তাজিমুল হালিম বলেন, ‘কাগজ নিয়ে আসেননি, তাই ঢুকতে দেওয়া হয়নি।’


সকাল পৌনে ৯টায় হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি একেবারে কম। এখানকার প্রতিটি কক্ষে পাঁচ থেকে ছয়টি করে ভোট পড়েছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাজী শামীমুল আহসান বলেন, ‘উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে কি না, দেখা যাক।’

আরও পড়ুন

কেন্দ্রটি থেকে বের হওয়ার সময় দেখা যায়, পুলিশের উপপরিদর্শক নির্মল চক্রবর্তী ফোনে কাকে যেন অভিযোগ দিচ্ছেন নৌকার এক অনুসারীর বিরুদ্ধে। জানতে চাইলে তিনি বলেন, ‘রোকন নামে নৌকার এক ব্যক্তি জোরপূর্বক বিভিন্ন কক্ষে ঢুকছেন। তাঁকে কয়েকবার বারণ করেছি।’

হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দেন নৌকার প্রার্থী মাঈন উদ্দিন। ওই কেন্দ্রে আনারস প্রতীকের কোনো এজেন্ট নেই। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউন নবী বলেন, ‘এজেন্ট আসেনি। ভোটার উপস্থিতি মোটামুটি আছে।’

হারামিয়া উত্তর–পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. তৈয়ব। এখানে ভোটার ১ হাজার ৮৮১ জন।

মগধরা পাবলিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭ শতাংশ। এখানে ১০টি কক্ষে মোট ভোটার ৪ হাজার ২৮৭ জন। কেন্দ্রটিতে নৌকা ও আনারস দুই প্রতীকের এজেন্ট রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল মওলা বলেন, দুই প্রার্থীর শক্ত অবস্থান রয়েছে এ এলাকায়। সে অনুযায়ী প্রশাসনও কড়াকড়ি অবস্থানে রয়েছে। খুব সহযোগিতা করেছে প্রশাসন।

উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৭০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৩ জন। এখানে জাল ভোট দিতে এসে দুই কিশোর আটক হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল কবির বলেন, ‘দুজনেই কিশোর। তাদের পুলিশ নিয়ে গেছে।’

এ কেন্দ্রের আনারসের এজেন্ট আজিজুল হক বলেন, ‘ভোটার কম। প্রশাসন কড়াকড়ি অবস্থানে আছে। ভোটার উপস্থিতি বেশি হলে আনারসের সম্ভাবনা বাড়বে।’

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চারজন। তাঁরা হলেন—আওয়ামী লীগের মাঈন উদ্দিন, একই দলের বিদ্রোহী রফিকুল ইসলাম, জাসদের আবুল কাশেম ও স্বতন্ত্র মশিউর রহমান। ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থী মাঈন উদ্দিনের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন আবুল কাশেম ও মশিউর রহমান। এবারের উপনির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬১০। ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।