বন্যার্তদের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব
দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়েছে ‘ইয়ামাহা রাইডার্স ক্লাব’। ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে বন্যা শুরু হয়। এমন সংকটময় সময়ে ক্লাবটির তরুণ সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে ছুটে যান খাগড়াছড়ি জেলায় ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের পাশে। এরপর একে একে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলাগুলোতে ত্রাণ বিতরণ ও সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলাভিত্তিক ইয়ামাহা রাইডার্স ক্লাবগুলো।
দেশের যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় দৃঢ় প্রত্যয়, দায়িত্ববোধ ও অদম্য সাহসের সঙ্গে অসহায় মানুষের পাশে থাকেন ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। এর আগেও ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় বন্যার্তদের উদ্ধার, সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণের কাজ করতে দেখা যায় তাঁদের।
এমন দুঃসাহসিক কাজে ইয়ামাহা রাইডার্স ক্লাবকে সহযোগিতার পাশাপাশি আরও ১৫টি জেলায় ত্রাণসামগ্রী প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে এসিআই মটরস।